ইউনিয়নের সীমানা - উত্তরেঃ কাঠালতলী ইউপি, পূঃ কালমেঘা ইউপি, দক্ষিনেঃ পাথরঘাটা ইউপি, পশ্চিমে বলেশ্বর নদী।
Ø নাম - ৩নং চরদুয়ানী ইউনিয়ন পরিষদ।
Ø স্থাপনাকাল - ১৯৬২ খ্রি.।
Ø দায়িত্বরত চেয়ারম্যান - জনাব এম. কামরুল ইসলাম।
Ø নবগঠিত পরিষদের বিবরণ- ১) শপদ গ্রহনের তারিখ- ১৮.০৫.২০১১ খ্রি.।
২) প্রথম সভার তারিখ- ১৯.০৫.২০১১ খ্রি.।
Ø আয়তন - ১০.৯২ বঃকিলোঃ।
Ø জনসংখ্যা - ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী ৩০,৬৫৪ জন।
Ø গ্রামের সংখ্যা - ০৯টি।
Ø মৌজার সংখ্যা - ১০টি।
Ø হাট বাজারের সংখ্যা - ০৩টি।
Ø যোগাযোগ ব্যবস্থা- উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত। চরদুয়ানী ইউনিয়নে যাতায়াতের মাধ্যম
হচ্ছে- মটর সাইকেল, টেম্পু, রিক্সা ও বাস।
Ø শিক্ষার হার - ৬৫%।
Ø সরকারি প্রাথমিক বিদ্যালয়- ০৯টি।
Ø রেজিঃ প্রাথমিক বিদ্যালয়- ০৭টি।
Ø মাধ্যমিক বিদ্যালয় - ০৩টি।
Ø দাখিল মাদ্রাসা - ০২টি।
Ø হাফেজি মাদ্রাসা - ০৪টি।
Ø কওমিয়া মাদ্রাসা - ০৩টি।
Ø মসজিদ - ৭০টি।
Ø ঈদগাহ মাঠ - ০৬টি।
Ø মন্দির - ১৩টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস