-
সহকারি উপজেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষকগণের দায়িত্ব ও কর্তব্য উর্ধ্বতন কতৃপক্ষ কতৃক সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেয়া হয়েছে। সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণ তার দয়িত্বপ্রাপ্ত ক্লাস্টারের যাবতীয় কার্যক্রম পরিচালনায় উপজেলা শিক্ষা অফিসারকে সহযোগিতা করার পাশাপাশি প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষকগণের পাঠদান কার্য়ক্রম পরিচালনাসহ বিদ্যালয় পরিচালনা ও ব্যবস্থাপনাগত সকল কাজে সহায়কের ভূমিকা পালন করে থাকেন।
-
নিন্মে সহকারি উপজেলা শিক্ষা অফিসার এবং প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকগণের মধ্যকার কাজের ধরণসমূহ ও তাঁদের মধ্যকার সম্পর্ক, সাধারণভাবে তুলে ধরা হলোঃ
-
উভয়ের মূল দায়িত্ব প্রাথমিক স্তরের শিশুদের ভর্তি, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এবং প্রত্যেক শিশুর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। পাশাপাশি শিক্ষকগণ প্রধানত; প্রত্যেক শ্রেণির শ্রেণি পাঠদান সংক্রান্ত যাবতীয় কাজ করে থাকেন। প্রধান শিক্ষকগণ বিদ্যালয় পরিচালনা, স্থানীয় জনগোষ্ঠী, অভিভাবক, এস.এম.সি এবং উপজেলা শিক্ষা অফিসার বা উর্ধ্বতন কতৃপক্ষের সাথে সব ধরণের যোগাযোগ রক্ষা এবং সহকারি শিক্ষকগণের কার্যক্রম সরাসরি সমন্বয় করে থাকেন। আর সহকারি উপজেলা শিক্ষা অফিসার তাঁদের সকল কাজের অনুমোদন ও তা বাস্তবায়নে সহযোগিতা করে থাকেন।
-
সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণ ও প্রধান শিক্ষকগণ বিদ্যালয পরিদর্শন ও তত্ত্বাবধানিক এবং পড়াশোনা বিষয়ক সার্বিক দায়িত্ব পালন করে থাকেন। আর সহকারি শিক্ষকগণ প্রধানত পাঠ পরিকল্পনা তৈরি, পাঠদানের প্রস্ততি গ্রহন, উপকরণ তৈরি এবং শ্রেণি পাঠদানসূচি অনুসরণ করে শ্রেণি পাঠদান কাজ এবং সহশিক্ষাক্রমিক কার্যক্রমে নিয়োজিত থাকেন ও প্রধান শিক্ষকগণকে অন্যান্য কাজে সহযোগিতা করে থাকেন।তাছাড়া, সহকারি উপজেলা শিক্ষা অফিসার কতৃক প্রদত্ত্ব বিবিধ সরকারি নির্দেশনা ও পরামর্শ অনুসরণ ও বাস্তবায়ন করে থাকেন।
-
**** সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকগণকে তিন মাস অন্তর অন্তর চাহিদা ভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়নমূলক ও প্রাথমিক শিক্ষার নতুন নতুন ধ্যাণ-ধারণা-পাঠদান পদ্ধতি প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন। আর শিক্ষকগণ সে আলোকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তা প্রতিফলন ঘটান ও বাস্তবায়ন করেন।
-
**** সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণ নিয়মিত বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয় পরিচালনা ও পড়াশোনা বিষয়ক বিভিন্ন লিখিত এবং মেখিক নির্দেশনা-পরামর্শ দিয়ে থাকেন।আর শিক্ষকগণ সেগুলো মেনে চলেন।
-
**** সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণ উর্ধ্বতন কতৃপক্ষের জরূরী আদেশ-নির্দেশ সম্বলিত চিঠিপত্র, পরিপত্র, বিধি-বিধান, প্রজ্ঞাপন, প্রশাসনিক ও একাডেমিক সব ধরণের বার্তা শিক্ষকদের নিকট জানিয়ে দেন বা প্রকাশ করেন। আর শিক্ষকগণ তা মেনে চলেন ও বাস্তবায়ন করেন।
-
**** সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণ সরাসরি প্রত্যেক শিক্ষকের সাথে যোগাযোগ রক্ষা করেন। আর শিক্ষকগণও তাঁদের সুবিধা-অসুবিধাসমূহ সরাসরি তাঁদের নিকট ব্যক্ত করেন।
-
*** শিক্ষকগণের বেতন-ভাতা প্রদান, বদলী, ছুটি ও অন্যান্য বিষয়াদির আবেদনপত্রে অনুমোদন দেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণ। আর সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণ উপজেলা শিক্ষা অফিসার এবং উর্ধ্বতন কর্মকর্তাগণের নিকট এসব বিষয় সুপারিশ সহকারে পেশ করে থাকেন।
-
*** প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষকগণ সারা বছর বিদ্যালয় কার্যক্রম পরিচালনা, পাঠ্য বই সংগ্রহ, শ্রেণি পাঠদানসূচি, উপবৃত্তি বিতরণ কার্যক্রমসহ সকল কাজ পরিচালনায় সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণের অনুমোদন ও সহযোগিতা নেন। আর সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণ এসব কাজে পুরোপুরি সহায়তা করে থাকেন।
-
*** প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা পরিচালনা ও প্রশ্নপত্র প্রস্তুতকরণ সংক্রান্ত সকল কাজে সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণ শিক্ষকদেরকে নির্দেশনা দান, পরামর্শ প্রদান, দায়িত্ব বন্টন প্রভৃতি কাজ করে থাকেন।আর শিক্ষকগণ এসব কাজ যথাযথভাবে সম্পন্ন করে থাকেন।
-
*** প্রতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের তালিকা বা ডি.আর প্রস্তুতকরণ, পরীক্ষা গ্রহণ, পরীক্ষা গ্রহনের জন্য শিক্ষকদের কেন্দ্রওয়ারী দায়িত্ব বন্টন, উত্তরপত্র অন্য উপজেলায় আদান-প্রদান, উত্তরপত্র মূল্যায়ন, নিরীক্ষণ ও যাচাইকরণ, ফলাফল প্রস্তুতকরণসহ সকল কাজে সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণ শিক্ষকদের সহায়তায় উপজেলা শিক্ষা অফিসারকে চূড়ান্তভাবে তৈরি করে দেন।
-
*** বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক-অভিভাবক কমিটি ও স্থানীয় জনগোষ্ঠী এবং অভিভাবকদের নিয়ে সময়ে সময়ে মতবিনিময় সভার আয়োজন এবং কমিটি গঠন প্রক্রিয়ায় সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণ ভুমিকা পালন করে থাকেন।
-
*** সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণ জাতীয় দিবস উদযাপন, ট্যাগ অফিসারের দায়িত্ব পালনসহ বিবিধ কাজে উপজেলা প্রশাসনকে সহায়তা করে থাকেন।
-
*** আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট আয়োজন, জাতীয় শিশু প্রতিযোগিতা ও মৌসুমী প্রতিযেগিতা আয়োজন, জাতীয শিক্ষা সপ্তাহ আয়োজনসহ অনেকগুলো কাজ সম্পাদনে সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণকে ভূমিকা পালন করতে হয়।